শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

এপ্রিলে আসছে ‘জুলাই অভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৯:০০

অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাম ঘোষণা না করা হলেও আগামী এপ্রিল মাস নাগাদ প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্ব আসবে সেই দল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়েই হাসিনার সরকারকে হঠাতে মাঠে ছিলেন জুনায়েদ ও রিফাত। এরপর পদ পেয়েছিলেন জাতীয় নাগরিক কমিটিতেও। কথা ছিল থাকবেন জাতীয় নাগরিক পার্টিতেও (এনসিপি)। সরকার পতনের এই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপিতে তারা ভালো পদ পাবেন বলে আলোচনা চলছিলও। কিন্তু শেষ মুহূর্তে এই দলে থাকবেন না বলে জানান তারা।

এ বিষয়ে আলী আহসান জুনায়েদ বলেন, আমি পার্টির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, সিদ্ধান্ত গ্রহণের গঠনতান্ত্রিক নিয়মনীতি এবং আর্থিক স্বচ্ছতার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম, যেটাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। আর রাফে সালমান রিফাত জানান, নাগরিক পার্টির সঙ্গে আমাদের কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই, শুধু আমরা সেখানে যাই না। 

জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া এই দুই নেতা বলছেন, গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে। সেটাকে বাঁচিয়ে রাখতেই তাদের নতুন প্ল্যাটফর্ম কাজ করতে চায় ‘পলিটিকাল প্রেশার গ্রুপ’ হিসেবে। 

নতুন এই প্ল্যাটফর্মের স্বপ্ন ফ্যাসিবাদমুক্ত এক সমাজ ব্যবস্থার, যেখানে বিলুপ্ত হবে দুর্নীতি, অবসান হবে কর্তৃত্বদের। জুনায়েদ বলেন, আমি আশা করি জনগণ আমাদের গণ অভ্যুত্থানের দিন থেকেই দেখছেন। ওনাদের সবাইকে সঙ্গে নিয়েই এই অভ্যুত্থানকে বাঁচাতে আমরা লড়াইটা করবো। 

তিনি আরও বলেন, আমাদের নতুন প্ল্যাটফর্মটি একটি ‘পলিটিকাল প্রেশার গ্রুপ’ (রাজনৈতিকভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী) হিসেবে কাজ করবে। আমার প্রেসারগ্রুপ হিসেবে প্রেসার ক্রিয়েট করে ওনাদের ফিল করাতে চাই এই পরিবর্তন না আনতে পারলে জনগণের কাছে প্রিয় হওয়া যাবে না। 

ইত্তেফাক/এমএস/এনএন