শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৭

বার্সেলোনার জার্সিতে রোজা রেখে খেলে কিছুদিন আগে খবরের শিরোনাম হয়েছিলেন লামিন ইয়ামাল। এবার তিনি স্পেন জাতীয় দলের হয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস।

প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে স্পেনের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার ইতিহাস গড়ার পথে তিনি।
 
আগামী ২০ ও ২৩ মার্চ ন্যাশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। যেখানে রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা উইঙ্গার ইয়ামাল।
 
ট্রিবিউনা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেন ফুটবলের ইতিহাসে এমন নজির ঘটবে প্রথমবার। এর আগে গত বছরও জাতীয় দলের হয়ে রমজানে খেলেছিলেন ইয়ামাল। তবে সেবার রোজা রাখেননি তিনি।
 
স্পেন জাতীয় দলের হয়ে এর আগেও অনেক মুসলিম ফুটবলার খেলেছিলেন। তাদের অনেকেই রোজা রাখতেন। তবে মুসলিমদের জন্য পবিত্র মাসের কথা বিবেচনায় রেখে আগে রমজানে জাতীয় দলের কোনো ম্যাচ রাখা হতো না বলে দাবি ট্রিবিউনা’র।
 

ইত্তেফাক/পিএস