মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ফের ব্যাট হাতে ব্যর্থ তামিম-মুশফিক 

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৪:২৩

শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের খেলা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালো শিবিরের হয়ে এ দিনও ব্যর্থ হয়েছেন দুই তারকা ব্যাটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তবে তাওহিদ হৃদয়ের ফিফটিতে ২১৬ রানের পুঁজি পেয়েছে মোহামেডান।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মোহামেডান। উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি ওপেনার তামিম। ২৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। 

তামিমের চেয়েও ব্যর্থ ছিলেন মুশফিক। মাত্র ৬ রান করে আউট হন অভিজ্ঞ এই ব্যাটার। রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন থিতু হলেও খেলেছেন স্লো ইনিংস। রনি ৪৪ ও অঙ্কন করেন ৩৯ রান। শেষ পর্যন্ত অপরাজিত থাকা হৃদয়ের ৫৩ রানে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে মোহামেডান। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

আরেক ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক। আগে ব্যাট করতে নেমে শাইনপুকুর সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে। তাদের পক্ষে ফারজান আহমেদ সর্বোচ্চ ৩৮ এবং শাহরিয়ার সাকিব করেন ২৯ রান। 

অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং আবাহনী। বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হওয়ায় ৩৬ ওভারে নেমে এসেছে ম্যাচ। আগে ব্যাট করা গাজী গ্রুপ আবাহনীকে ২০০ রানের লক্ষ্য দিয়েছে। গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয় সর্বোচ্চ ৬৮ ও শামসুর রহমান শুভ ৪২ রান করেন।  

ইত্তেফাক/জেডএইচ