মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর ২০২৪ সাল, মৃত্যু প্রায় ৯ হাজার

আপডেট : ২১ মার্চ ২০২৫, ২০:৩০

২০২৪ সালকে অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসাবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। শুক্রবার (২১ মার্চ) সংস্থাটি জানিয়েছে, ওই বছর বিশ্বব্যাপী অভিবাসন পথে প্রায় ৯ হাজার মানুষ মারা গেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী অভিবাসন পথে অন্তত ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন। গত পাঁচ বছর ধরে মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।

তবে প্রকৃত মৃতের সংখ্যা সম্ভবত অনেক বেশি হতে পারে বলে বিবৃতিতে জানিয়েছে আইওএম। কারণ, অনেক মৃত্যুর রিপোর্ট করা হয় না বা নথিভুক্ত করা হয় না।

এশিয়া অঞ্চলে সবচেয়ে বেশি ২,৭৮৮ জন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভূমধ্যসাগর অঞ্চলে ২,৪৫২ জন এবং আফ্রিকায় ২,২৪২ জন অভিবাসী মারা গেছেন।

আইওএম জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে অভূতপূর্ব ৩৪১ জন, ইউরোপে ২৩৩ জন এবং কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী দারিয়েন ক্রসিংয়ে ১৭৪ জন প্রাণ হারিয়েছেন, যা একটি নতুন রেকর্ড।

ইত্তেফাক/এসকে