শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার মেট্রিক টন চাল

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৬:০৮

ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ওবি দিনারস জাহাজ। জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে তৃতীয় চালানের আতপ চাল নিয়ে এমভি ডিনারেস শিপ বন্দরে নোঙরে করে। 

শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভিয়েতনাম থেকে জি-টু-জি চুক্তির আওতায় ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবি দিনারস জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
 
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে মোট ৩০ হাজার ৩০০ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

ইত্তেফাক/এমএস/এনএন