বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে মাঠে দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে। বর্তমানে ভারতের শিলংয়ে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন হামজা।
অনুশীলনে বাকী সতীর্থদের সঙ্গে বেশ ভালভাবে মানিয়ে নিয়েছেন হামজা। আর তাই প্রবাসী এই ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ মোহাম্মদ হৃদয়। তিনি বলেন, ‘আপনার সবাই জানেন, সে অনেক ওপরের লেভেলে ফুটবল খেলেছে। আমরা সকলেই চেষ্টা করছি তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।’
হৃদয় আরও বলেন, ‘সব সময় পজিটিভ ওয়েতেই আমরা সবাই সবার সঙ্গে কথা বলছি। যেভাবে মাঠে খেলতে পারলে আমাদের পজিটিভ রেজাল্ট হবে আমরা সেভাবেই চিন্তা করছি।’
হামজার সঙ্গে মাঝমাঠ সামালোর দায়িত্বে থাকবেন হৃদয়। এ বিষয়ে হামজার সঙ্গে পরামর্শ করছেন জানিয়ে তিনি বলেন, ‘সবসময় আমি তার (হামজা) সঙ্গে কথা বলছি। তার কাছে জানতে চাচ্ছি কী করলে ভালো হয়। যেহেতু আমরা একইসঙ্গে মিডফিল্ডে খেলবো, তাই দলের জন্য কোনটা বেস্ট হবে, আমরা আলোচনা করছি। সব কিছু পজিটিভ ওয়েতেই আছে আলহামদুলিল্লাহ।’
হামজার প্রশংসা করে হৃদয় বলেন, ‘আমি যদি ওনাকে ভোট দিতে চাই তবে আমি তাকে ১০০-তে ১০০ দেবো। কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলে অনেক পার্থক্য। এটা শুধু আমি না আপনারা সবাই জানেন। প্রতিটা মুহূর্তে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাঠে এবং মাঠের বাইরেও ওনার থেকে অনেক কিছু শেখার আছে। ওনার চলাফেরা একদম সাধারণ। এটা আমাদের তার সঙ্গে মানিয়ে নিতে অনেক সাহায্য করছে।’