ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ধানমন্ডিস্থ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অ্যাডভোকেট শাকিল আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. হাসেমুজ্জামান সমিতির কার্যক্রম তুলে ধরেন এবং সমিতির সভাপতি ডক্টর কাজী ইমদাদুল হক শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠন এবং যাকাত ফান্ডে সকলের সহযোগিতা কামনা করেন। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এজেডএম মাইদুল ইসলাম সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেন এবং সকলকে এগিয়ে আসার আহবান জানান।
ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী শিবগঞ্জের সাড়ে তিন হাজার বছর পূর্বের রাজধানীর হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য শিবগঞ্জের নতুন প্রজন্মের মেধা ও সততার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টুটুল, বিগ্রেডিয়ার জেনারেল (অব) নাসিমুল গনি, সুপ্রিম কোর্টের সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মশিহুর রহমান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক বেনজির আহমেদ, শেকৃবি অতিরিক্ত পরিচালক সাবিহা সুলতানা, অবসরপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ,যুগ্ন কর কমিশনার রওশন আক্তার, সহকারী পাবলিক প্রসিকিউটর বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর শাকিল উদ্দিন, বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কৌশলী শফিকুল ইসলাম টুকু, প্রকৌশলী রফিকুল ইসলাম, ডা. আবু বক্কর সিদ্দিক, অধ্যাপক ড. জাহিদুর রহমান, দৈনিক আকাশজমিন এর সম্পাদক ও প্রকাশক মীর লিয়াকত আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার পারভেজ, ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিবগঞ্জের শিক্ষার্থীসহ শিবগঞ্জের গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া জেলা সমিতি ঢাকা'র আহ্বায়ক সাইফুল ইসলাম মুকুল, সদস্য সচিব তৌহিদুল ইসলাম টিটু, ঢাকাস্থ সারিয়াকান্দি সমিতির সাধারণ সম্পাদক সালজার রহমান, ঢাকাস্থ সোনাতলা ও দুপচাঁচিয়া উপজেলা সমিতির নেতৃবৃন্দ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সদস্য সচিব জুলফিকার হোসেন সোহাগ ও আশরাফুল ইসলাম, বগুড়া প্রফেশনাল ক্লাবের কো ফাউন্ডার মুঞ্জরুল করিম এবং কো ফাউন্ডার মোবিন মাসুদ প্রমুখ।