শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

দুপুরেই মূল মাঠে সুনীলরা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৩:১১

বৃষ্টি পায়নি ভারত। দুপুরে জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেকসের মূল মাঠে অনুশীলন করেছেন সুনীল ছেত্রীরা। টানা দুই ঘণ্টার অনুশীলন করে মাঠ থেকে বেরিয়ে যান সুনীলরা। বাংলাদেশের সংবাদমাধ্যম তো দূরের কথা ভারতীয় সংবাদমাধ্যমকেও ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। 

জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেকসের মূল মাঠে টানা অনুশীলন করছেন সুনীলরা। আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। মানিয়ে নিতে যা কিছু করার দরকার সবই করছেন তারা। কিন্তু সবকিছু আড়াল করে। কারো সঙ্গে কথাও বলছেন না কোচ কিংবা ফুটবলাররা। কারো সঙ্গে কথাও বলতে দেওয়া হচ্ছে না। ভারতীয় ফুটবল মিডিয়া ডিপার্টমেন্ট হতে যা কিছু দেওয়া হচ্ছে তা নিয়েই সংবাদমাধ্যম সংবাদ তৈরি করছে বলে শিলংয়ে আসা সাংবাদিকরা জানিয়েছেন। 

ভারত এতো রাকঢাক করছে তা দেখে অবাক-ই হতে হচ্ছে। যতটা সময় অনুশীলন করেন ততটা সময় স্টেডিয়ামের ত্রিসীমানায় যাওয়া যায় না। তাদের গাড়ি যাওয়া আসার সময় সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। স্প্যানিশ কোচ মানলো মার্কোজ তার দলের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। সুনীলকে ফিরিয়েছেন, দলটাকে গোছাতে পারছেন না। ইনজুরি হানা দিয়েছে। 

মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগেই দল থেকে ছিটকে গিয়েছেন মানবীর সিং এবং লালিয়ানজুয়ালা। মালদ্বীপের ম্যাচে চোটের কারণে ছিটকে গেছেন ব্রেন্ডন। তার বদলে দলে নেওয়া হয়েছে আক্রমণভাগের আরেক ফুটবলার উদান্তকে। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক কাইথ। সবাইকে এক সুতোয় গেঁথে নিতে কোচ মানলো মার্কোজ আপ্রাণ চেষ্টা করছেন। এ সময় দল নিয়ে কোনো কথা বলতে রাজি না তিনি। যা বলার আজকে সংবাদ সম্মেলনে কথা বলবেন মানলো মার্কোজ।

ইত্তেফাক/জেডএইচ