যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির 'পুরোপুরি ধ্বংস' চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ।
রোববার (২৪ মার্চ) সিবিএস নিউজের প্রোগ্রাম 'ফেস দ্য নেশন'-এ তিনি বলেন, পুরোপুরি ধ্বংস...ইরানকে তার কর্মসূচি এমনভাবে ছেড়ে দিতে হবে, যাতে পুরো বিশ্ব তা দেখতে পায়। এটি ছেড়ে দাও, নইলে পরিণতি ভোগ করতে হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠানোর পর তার এই মন্তব্য এলো। চিঠিতে ট্রাম্প একটি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, যাতে তেহরানের পারমাণবিক সক্ষমতা থাকা বন্ধ হয়।
খামেনি ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার জন্য প্রস্তুত থাকার দাবিটি বিশ্ব জনমতের সঙ্গে প্রতারণা।
মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। সব বিকল্পই টেবিলে রয়েছে এবং এখন সময় হয়েছে ইরান যেন পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা থেকে পুরোপুরি সরে আসে।
তিনি যুক্তি দিয়েছেন, যদি ইরানের পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
২০১৮ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তিনি তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।
যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে যাওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে ইরান চুক্তি মেনে চলে। তবে পরে তারা ধীরে ধীরে চুক্তির বাধ্যবাধকতা কমিয়ে ফেলে। ইরানের দাবি, চুক্তিতে সই করা অন্যান্য দেশগুলোও তেহরানের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।