শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

তারাবি পড়ে এসে দেখেন স্ত্রীর গলাকাটা মরদেহ

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:৪৩

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ইজঙ্গল গ্রামে এই ঘটনা ঘটে।

বুধবার (২৬ মার্চ) সকালে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বিষটি নিশ্চিত করেন।

নিহত মুক্তা বেগম ছয়গাঁও ইউনিয়নের বাড়ইজঙ্গল গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান গাজীর স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, মঙ্গলবার ইফতারি করার পরে মুক্তা বেগম ও তার স্বামী একসঙ্গে নামাজ পড়ে বিশ্রাম নেন। পরে তারাবির আজান দেয়ার পরে রাত ৮ টার দিকে ঘরের দরজা খোলা রেখে বাড়ির গেট লক করে স্বামী তারাবির নামাজ পড়তে মসজিদে চলে যান। তারাবি নামাজ শেষে ফিরে ঘরের দরজা খুলেই দেখেন তার স্ত্রীর জবাই করা রক্তাক্ত লাশ। এরপর পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। 

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতেই ফরিদপুর থেকে পুলিশর সিআইডি ফরেনসিক টিম বিষয়টি রিসার্চ করেন ঘটনাস্থলে। ঘটনাটির বিষয় মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এএস/এএইচপি