শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণে রুশ সাংবাদিক নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৮:৫২

যুদ্ধক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনের সময় রাশিয়ান গংবাদমাধ্যম চ্যানেল ওয়ানের প্রতিবেদক আনা প্রোকোফিয়েভা নিহত হয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থলমাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিনি।

বুধবার (২৬ মার্চ) বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোড অঞ্চলে এ ঘটনায় প্রোকোফিয়েভার সঙ্গে থাকা তার ক্যামেরাম্যান দিমিত্রি ভলকভ আহত হন হয়েছেন।

চ্যানেল ওয়ানের একজন মুখপাত্র জানিয়েছেন, সামরিক সংবাদদাতা আন্না প্রোকোফিয়েভা তার পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হন। ইউক্রেনের সীমান্তে বেলগোরোড অঞ্চলে এটি ঘটে।

তাস জানিয়েছে, ৩৫ বছর বয়সী সাংবাদিক আনা প্রোকোফিয়েভার আরইউডিএন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং স্প্যানিশ ভাষায় সাবলীল ছিলেন। তিনি রসিয়া সেগোদনিয়া সংবাদ সংস্থার স্প্যানিশ ভাষার ডেস্কে কাজ করতেন। তিনি ২০২৩ সাল থেকে চ্যানেল ওয়ানের সাথে আছেন এবং বিশেষ সামরিক অভিযান কভার করছিলেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস অনুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে কমপক্ষে ২১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

ইত্তেফাক/এসকে