সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামাসহ ঈদ উপহার তুলে দিয়েছে ফ্লাওয়ার্স বাংলাদেশ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি,পোলাওয়ের চাল, দুধ, চকলেট, টুথ পেস্ট, ব্রাশ, নেইল কাটার, মেহেদী, সাবান, শ্যাম্পু, ডালসহ বেশ কিছু পণ্য।
মঙ্গলবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটরিয়ামে এ উপহার সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
ফ্লাওয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে তারা কারো দানের (যাকাত ও ফিতরা) টাকায় নয় নিজেদের টাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকে। ঈদ আনন্দ উৎসবে ঈদ উপহার সামগ্রী বিনিময়ের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিলো। ফ্লাওয়ার্স বাংলাদেশ সমাজের দায়বদ্ধতা থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড করে থাকে।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু বলেন, আজ ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিটি সদস্যের জন্য আজ ঈদ। আমরা দিনটির জন্য পুরো এক বছর অপেক্ষা করেন। তিনি উপস্থিত সকলের ধন্যবাদ জ্ঞাপন করেন।