বর্তমানে ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে সাবিলাকে নিয়ে গুঞ্জন চলছে। আসন্ন ঈদুল আজহায় 'তাণ্ডব' নিয়ে আসছেন রায়হান রাফী। ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান।
২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা। তবে জানা গেছে তাণ্ডবে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেটাও মুখ্য চরিত্রে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।
শাকিব খানের বিপরীতে কাজ করা প্রসঙ্গে সাবিলা বলেন, 'বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যানসেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।'
সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। তাণ্ডবে সাবিলা থাকবেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, 'তাণ্ডব সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে শাকিব খান এবং জয়া আহসানকে। এ সিনেমায় দ্বিতীয় নায়িকা কে হচ্ছেন, সেটা নিয়েই চলছে কানাঘুষা। আমি সাবিলার নাম নিউজ দেখে জেনেছি। আমাদের সিনেমার কাস্টিং নিয়ে প্রতিবারই সবার আগ্রহ থাকে। সাবিলা শাকিবের নায়িকা হয়েছে, সেই খবর আমার কাছে এখনো নাই। প্রাথমিকভাবে আমরা পাঁচ থেকে ছয়জনের নামের প্রাথমিক একটা কাস্টিং তৈরি করেছি। সেখানে সাবিলার নাম থাকা অস্বাভাবিক কিছু নয়। তিনিও তো ভালো শিল্পী।
কিন্তু আমাদের সিনেমায় তিনি অভিনয় করছেন কি না, সেটা এখনো চূড়ান্ত নয়। যেহেতু ঈদের পর সেই চরিত্রের শুটিং, তখনই আমরা ফাইনাল করব।' সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরো জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। তাণ্ডব-এর গল্প রায়হান রাফীর নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।