সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কার্তিক আরিয়ানের রুদ্রমূর্তি, গিটার ভাঙলেন মঞ্চে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৭:০৫

বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান বারবার প্রমাণ করেছেন যে, তিনি শুধুমাত্র মিষ্টি প্রেমিকের চরিত্রেই আটকে নেই। দুষ্টু-মিষ্টি প্রেমিকের চরিত্রে অভিনয় শুরু করলেও, সময়ের সঙ্গে সঙ্গে তিনি গা ছমছমে, সিরিয়াস চরিত্রেও বাজিমাত করেছেন। কিন্তু এই অভিনেতা হঠাৎ করে রুদ্রমূর্তি ধারণ করেন একটি অনুষ্ঠানে গিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চে রকস্টার রূপে আরিয়ান। তাকে দেখা যাচ্ছে গিটার বাজাতে, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিহ হিসেবে ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ গানটি বাজছিল। আরিয়ান গানের সাথে ঠোঁট মেলান। সেখানে গিটার হাতে দেখা গেছে অভিনেত্রী শ্রীলীলাকেও।

এরপর দেখা গেল গলা থেকে গিটার নামিয়ে মঞ্চে থাকা এক ব্যক্তিকে সেটি দিয়ে আঘাত করলেন আরিয়ান এবং তাকে ধাক্কা দিয়ে নামিয়েও দিলেন। তারপর নিজেও মঞ্চ থেকে একলাফে নিচে নেমে পড়লেন তিনি।

এই ভিডিও দেখে মানুষের প্রশ্ন এটা কি কোনো সিনেমার শুটিং দৃশ্য? নাকি সত্যিই কোনো অনুষ্ঠানে গিয়ে এতটা রেগে গিয়েছিলেন আরিয়ান?

প্রশ্নের উত্তর দিয়েছে আজকাল। এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গ্যাংটকে চলছে পরিচালক অনুরাগ বসুর সিনেমার শুটিং। ওই সিনেমায় কাজ করছেন আরিয়ান এবং শ্রীলীলা। সিনেমার শুটিংয়ের ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে।

ভাইরাল হওয়া গ্যাংটকে চলা অনুরাগ বসুর সিনেমার শুটিংয়ের দৃশ্য। কোলাজ: ভিডিও থেকে

প্রতিবেদনে বলা হয়, এ বছর ভক্তরা আরিয়ানকে একদম অন্য অবতারে দেখতে পাবেন। অনুরাগ বসুর এই সিনেমার ‘রকস্টারের’ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। প্রথমে ছবিটির নাম ছিল ‘আশিকি ৩’, তবে এখন শোনা যাচ্ছে এর নতুন সম্ভাব্য নাম ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। এই ছবিতে কার্তিকের বিপরীতে রয়েছেন শ্রীলীলা। ছবির শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে নেটপাড়ার বাসিন্দাদের!

ভাইরাল ভিডিও দেখে দর্শকদের প্রতিক্রিয়াও জমে উঠেছে। কেউ লিখেছেন, ‘এটা রকস্টার আর কবীর সিং-এর ককটেল মনে হচ্ছে!’ আবার কেউ বলছেন, ‘আশিকী-এর সঙ্গে অ্যানিমাল-এর কম্বিনেশন, দারুণ লাগছে!’ আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘শুটিং থেকে এত দৃশ্য ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে পুরো সিনেমা আগেই দেখে ফেলব!’

তবে নিশ্চিতভাবে বলা যায়, কার্তিক আরিয়ানের এই নতুন রূপ বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরা। এবার শুধু অপেক্ষা, কবে মুক্তি পাবে এই ছবির ঝলক!

প্রসঙ্গত, কার্তিক আরিয়ান অভিনীত সর্বশেষ সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’, যা মুক্তি পেয়েছিল গেল বছর। ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার ভারতের প্রথম প্যারালিম্পিকে স্বর্ণ জয়ী মুরলীকান্ত পেটকর হয়েছিলেন আরিয়ান। চরিত্রটি করতে অভিনেতাকে কেবল ১৮ কেজি ওজনই ঝরাতে হয়নি, শুটিংয়ে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যে, আরেকটু হলে চোখ হারাতেন এই অভিনেতা।

ইত্তেফাক/এসএ