অতিরিক্ত টাকা না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখা অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদরের রেনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের বিরুদ্ধে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টায় এ নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন ছাত্রী ও অভিভাবকরা।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষঅর মাত্র একদিন বাকি। এরই মধ্যে এসএসসি পরীক্ষার সব সরকারি ফি পরিশোধ করেছেন তারা। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যায়ভাবে অতিরিক্ত টাকার জন্য প্রবেশপত্র আটকে রেখেছেন। আগামীকাল পরীক্ষা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক প্রবেশপত্র না দিয়ে তার বাসায় নিয়ে তালাবদ্ধ করে রেখেছেন।
অভিভাবক মমতাজ মিয়া বলেন, শিক্ষার্থীদের কাছে বিদ্যালয় কোনো টাকা পায় না। অতিরিক্ত টাকার জন্য প্রবেশপত্র আটকে রাখা হয়েছে। বিষয়টা নিয়ে আমরা খুব চিন্তিত।
এ বিষয়ে জানার জন্য প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহার বলেন, ছাত্রীরা আগেই সব টাকা পরিশোধ করেছে। প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে প্রবেশপত্র আটকে রেখেছেন। আমি সকালে এসে দেখি শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করছে। পরে স্কুলের পিয়নের কাছে শুনলাম তিনি প্রবেশপত্র বাসায় নিয়ে গেছেন। অতিরিক্ত টাকা তার বাসায় পৌঁছে দিলে তিনি প্রবেশপত্র দেবেন বলে জানিয়েছেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম হাসান সমকালকে বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এটি সত্য হলে প্রধান শিক্ষককে পুলিশে দেওয়া দরকার। আমি শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার ব্যবস্থা করছি।