শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

তরুণদের কর্মমুখি করতে প্রশিক্ষণ ও সহযোগিতা করবে আনসার ভিডিপি: ডিজি আনসার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১:৪৯

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার ও ভিডিপি আর আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। নতুন বাংলাদেশে আনসার ও ভিডিপি বাহিনীর অন্যতম মিশন অনুযায়ী সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রকে টার্গেট করে নতুন লক্ষ্য ঠিক করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রান্তিক পর্যায়ে বাহিনীর গুরুত্ব বাড়াতে সদস্যদের কর্মমুখি প্রশিক্ষণ ও সহযোগিতায় নানামুখি উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের যেকোনো প্রান্তের কেউ কর্মমুখি উদ্যোক্তা হওয়ার সুযোগ খুঁজলে আনসার বাহিনীর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানাচ্ছি। আমরা তরুণদের কর্মমুখি জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে সব ধরণের সহযোগিতা করবো।

বুধবার (৯ এপ্রিল) আনসার ভিডিপি সদর দপ্তর অডিটরিয়ামে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তৃণমূল পর্যায়ে বাহিনীর সদস্যদের জন্য রেশন ও বিভিন্ন উদ্যোগ সংশ্লিষ্ট  সরবরাহ ব্যবস্থাকে কার্যকর ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশাল রেঞ্জে একটি করে ৫ টন ধারণক্ষমতার লরি এবং রাজশাহী ও খুলনা রেঞ্জে ৩ টন ধারণক্ষমতার একটি করে কাভার্ড ভ্যান হস্তান্তর করেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

একইদিন আনসার-ভিডিপি এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস)-এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা বৈষম্যহীন স্বাস্থ্যসেবা মৌলিক স্বাস্থ্যসেবা পাবেন বাহিনীর সকল সদস্য।

আনসার ও ভিডিপি ডিজি বলেন, আমাদের ৬০ লাখ সদস্যের ডাটাবেজ করা হয়েছে। প্রশিক্ষণ নেওয়ার পর যাতে কর্মমুখি হতে পারে সেজন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করা হচ্ছে। কারিগরি প্রশিক্ষণ ও ইন্ডাস্ট্রিয়াল জব প্লেসমেন্ট (বিটাক) আমাদের ৮৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে এক নতুন দিগন্তের পথে আনসার ও ভিডিপি বাহিনী যাত্রা শুরু করেছে বলেও জানান ডিজি।

ইত্তেফাক/এমএএস