বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই হয়ে যাওয়া ১০৬ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডি ও হাজারীবাগ থানা এলাকা থেকে এসব মোবাইল ফোন চুরি ও ছিনতাই হয়। এসব ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা জিডি তদন্ত করে গত মার্চ মাসে পুলিশ ১০৬ টি মোবাইল ফোন উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, বিভিন্ন সময়ে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনের জন্য জিডি করা হয়েছে। এসব জিডি তদন্ত করে মোবাইল ফোন উদ্ধার করার জন্য রমনা বিভাগের প্রতিটি থানায় একটি করে টিম গঠন করা হয়। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের নেতৃত্বে টিমগুলো গত মার্চ মাসে তদন্ত করে ধানমন্ডি থানা এলাকার ২৮ টি এবং হাজারীবাগ থানা এলাকায় ৭৮ টিসহ মোট ১০৬ টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিককে ডেকে হাতে তুলে দেয়া হয়। এক মাসে এত বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার হওয়ায় সকল অফিসারদের মাঝেও মোবাইল উদ্ধারের বিষয়ে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।