শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গুলি ছুড়তে ছুড়তে পালিয়েছে ডাকাতদল, ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৬:৫৮

সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে অপহৃত ৩৩ জেলেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ সময় ১৬টি নৌকা উদ্ধার করা হলেও ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, বুধবার দিনভর সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ডের অভিযান টের পেয়ে ডাকাতদলের সদস্যরা ফাঁকা গুলি ছুড়তে থাকে। গুলি ছুড়তে ছুড়তে এক পর্যায়ে গহীন বনে পালিয়ে যায় তারা। এ সময় ডাকাতদলের গোপন আস্তানা থেকে ১৬ টি নৌকাসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। যেখানে ৬ জন নারীও ছিলেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত এর আগে গত বুধবার বনবিভাগের পাশ নিয়ে জেলেরা মূলত সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকার করতে গিয়েছিলেন। করিম শরীফের নেতৃত্বাধীন ডাকাত দল তাদের অপহরণ করে এবং জনপ্রতি ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনা জানাজানির পর অভিযানে নামে কোস্টগার্ড।

ইত্তেফাক/এপি