বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পুলিশকে পিটিয়ে ছাত্রলীগ নেতাসহ দুই আসামি ছিনতাই

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৯:২১

ইয়াবাসহ আটকের পর পুলিশকে পিটিয়ে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে ছিনিয়ে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। এসময় ওই দুই আসামি হাতকড়া পরা অবস্থায় ছিল। হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালকিনি পৌরসভার মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে কালকিনির বড়ব্রিজ এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে রাশেদুল খান (৩৫) ও একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদার (৩০)।

এরমধ্যে আল আমিন কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ও রাশেদুল খান কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের বড়ভাই। এই দুই যুবকের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনসহ ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার, অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, কাজী কাজী স্বপন ও আতিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যায় কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে ওই দুই জনকে পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের নিয়ে বড়ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় একদল লোক। এসময় পুলিশ সদস্যদের পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে হাতকড়া পরা অবস্থায় আটক দুই যুবককে ছিনিয়ে নেওয়া হয়।

ইত্তেফাক/এপি