শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ভারতে ফিরিয়ে আনা হলো মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ রানাকে

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:১৩

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা হল ২৬/১১ মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

পাকিস্তান বংশোদ্ভুত কানাডিয়ান ব্যবসায়ী রানাকে ভারতে ফেরানোর পরে এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, ২০০৮ সালের ওই জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা! 

বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ‘২৬/১১ মুম্বাই জঙ্গি হামলার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। রানাকে বিচারের আওতায় আনতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল। ভারতে বিমানটি অবতরণের পরে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন। তাকে কোথায় রাখা হবে, তা স্পষ্টভাবে জানা যায়নি।’

একটি সূত্রের খবর, রানাকে দিল্লিতে এনআইএ’র সদর দফতরে নিয়ে যাওয়া হতে পারে। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা যুক্ত জিজ্ঞাসাবাদ সেলে রাখা হবে তাকে। অপর একটি সূত্র জানায়, দিল্লির তিহাড় জেলে নিয়ে যাওয়া হতে পারে তাকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইত্তেফাক/এএইচপি