ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় বালু উত্তোলন নিয়ে আলোচিত রাকিব হত্যার প্রধান সাক্ষী মোহাম্মদ ওয়াদুদ মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় গফরগাঁও উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ ওয়াদুদ মিয়া বলেন, আলোচিত যুবদল কর্মী হত্যার চার আসামি গ্রেপ্তার হলেও প্রধান হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে ৯ এপ্রিল ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইয়াসিন গ্রুপের সক্রিয় সদস্য সাবিত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আমাকেসহ মোমেন, জিয়াউর, আশরাফুল, সাইফুল, আতিকুরসহ মোট ৭ জনকে আসামি করা হয়। অথচ আমিসহ এই সাত জন যুবদল কর্মী রাকিব হাসান মেহেদি হত্যা মামলার সাক্ষী। রাকিব হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে ইয়াসিনের প্ররোচনা ও সহযোগিতায় আমাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। অবিলম্বে এই মামলাটি প্রত্যাহার করে রাকিব হত্যার সাথে জড়িত ইয়াসিনসহ পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই।