বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

‘সিআইডির’ বিরুদ্ধে ‘চুরির’ অভিযোগ

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৩:৪৮

ভারতের আলোচিত হিন্দি সিরিয়াল ‘সিআইডির’ বিরুদ্ধে ‘চুরির’ অভিযোগ এনেছেন এক গ্রাফিতি শিল্পী। 

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে ‘চুরির’ অভিযোগের ব্যাখ্যায় জানা গেছে আগের কিছু ঘটনা সম্পর্কে।

মাঝে ছয় বছর বিরতি দিয়ে গেল ডিসেম্বরে ভারতের সনি টিভির পর্দায় ফিরেছে ‘সিআইডি’। কদিন আগে সনি টিভি জানিয়েছে, সিরিয়ালের জনপ্রিয় পুলিশ কর্মকর্তা ‘এসিপি প্রদ্যুমান’ চরিত্রের মৃত্যু হয়েছে। এখনকার পর্বগুলোয় দেখানো হচ্ছে এসিপি প্রদ্যুমানকে যারা খুন করেছে, তাদের হন্যে হয়ে খুঁজছে টিমের বাকি পুলিশ কর্মকর্তারা।

ওইসব দৃশ্যে মুম্বাই শহরের কিছু গ্রাফিতি দেখানো হয়েছে, সেসব ধরে হত্যা রহস্যের অনুসন্ধান করছেন সিআইডির দুই কর্মকর্তা দয়া এবং অভিজিৎ। সিআইডি সিরিয়ালের বিরুদ্ধে অভিযোগ হল ওই গ্রাফিতিগুলোই ‘চুরি করে ব্যবহার’ করা হয়েছে।

এই অভিযোগ তুলেছেন মুম্বাইয়ের মুজ নামের এক গ্রাফিতি শিল্পী।

তিনি তারন ইনস্টাগ্রামে প্রমাণসহ একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, সিআইডি সিরিয়ালে তার কাজ ‘চুরি করে ব্যবহার করা হয়েছে’। এতে কপিরাইট আইন ভঙ্গ হয়েছে।।

ইনস্টাগ্রামে শিল্পী মুজ লিখেছেন, ‘প্রথমে খুব খুশি হয়েছিলাম, কারণ শৈশব থেকে আমাদের বাড়িতে এই সিরিয়াল চলছে দেখে আসছি। আর সিরিয়ালে নিজের কাজ দেখতে পাওয়া অনেক আনন্দের বিষয়।

‘কিন্তু দুঃখের কথা হল, অনুমতি ছাড়া আমার এবং আরো কিছু শিল্পীর কাজ সেখানে ব্যবহার করা হয়েছে। এই টিম নিজেরা কোনো শিল্পীকে দিয়ে গ্রাফিতি করাতে পারত। তা না করে ইউটিউব থেকে চুরি করে ব্যবহার করেছে।’

মুজের এই পোস্ট দেখে তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। তবে মুজ সেটি করবেন কী না তা বলেননি।

এছাড়া বিষয়টি নিয়ে এখনো নিজেদের অবস্থানও পরিষ্কার করেনি সনি টিভি।

‘সিআইডিতে’ নতুন চরিত্রে এসেছেন অভিনেতা পার্থ সামথন। তিনি এসিপি অংশুমান নামের নতুন একটি চরিত্রে অভিনয় করছেন।

এসিপি প্রদ্যুমান হয়েছিলেন শিবাজি সত্যম, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রটি করছেন আদিত্য শ্রীবাস্তব, আর দয়ানন্দ শেঠি অভিনয় করছেন সিনিয়র ইন্সপেক্টর দয়ার চরিত্রে।

তবে টিমের আরেক সদস্য দীনেশ ফাডনিশ মারা গেছেন গত বছর। তিনি এই ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিকস’ অর্থাৎ ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন।

ইত্তেফাক/পিএস