শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কাশ্মীরে ভারতীয় সেনা কর্মকর্তা ও ৩ সন্দেহভাজন বিদ্রোহী নিহত

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৭:০৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি পৃথক বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন বিদ্রোহী এবং একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শনিবার (১২ এপ্রিল) এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দক্ষিণ কিশতওয়ার জেলার একটি বনাঞ্চলে একদল বিদ্রোহী তৎপরতা চলার খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে অভিযান চালায়। সেনাদের তল্লাশির ফলে বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির সূত্রপাত হয়। এর ফলে গভীর রাতে প্রথমে একজন নিহত হয়।

এতে আরও বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সেনারা এলাকাটি ঘিরে রেখেছে, যার ফলে আরও গলাগুলি হচ্ছে এবং শনিবার আরও দুই জন নিহত হয়।

ভারতের সেনাবাহিনী তাদের পক্ষ থেকে কোনো হতাহতের খবর দেয়নি। তবে অন্য একটি ঘটনায়, ভারতীয় বাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাতে কাশ্মীরকে বিভক্তকারী বিতর্কিত হিমালয় অঞ্চলে আখনুর এলাকায় সংঘর্ষে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের কিছু অংশ শাসন করে, কিন্তু উভয়ই সম্পূর্ণ অঞ্চলটির দাবি করে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিদ্রোহীরা ১৯৮৯ সাল থেকে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। অনেক মুসলিম কাশ্মীরি বিদ্রোহীদের এই অঞ্চলকে পাকিস্তানের অধীনে অথবা একটি স্বাধীন দেশ হিসেবে একত্রিত করার লক্ষ্যকে সমর্থন করে।

ভারত প্রায়শই বলে, কাশ্মীরের ঝামেলাগুলো পাকিস্তান উস্কে দেয়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং অনেক কাশ্মীরিও এটিকে একটি বৈধ স্বাধীনতা সংগ্রাম বলে মনে করে।

দীর্ঘদিন ধরে এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং সরকারি বাহিনী নিহত হয়েছে। ২০১৯ সালে যখন নয়াদিল্লি এই অঞ্চলের আধা-স্বায়ত্তশাসন বাতিল করে এবং বিদ্রোহ দমন অভিযান তীব্রতর করার সময় ভিন্নমত, নাগরিক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে, তখন থেকেই এই অঞ্চলটিতে ক্ষোভের আগুন জ্বলছে।

তথ্যসূত্র: আরব নিউজ

ইত্তেফাক/এসকে