বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

জুনে যাত্রা শুরু করছে ‘জিজ পে ডটকম’

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২০:০৯

বাংলাদেশে একটি পেমেন্ট গেটওয়ে সার্ভিস চালু হতে যাচ্ছে — ‘জিজ পে ডটকম’, যা নিরাপদ, ঝামেলাবিহীন এবং ভবিষ্যতমুখী আর্থিক লেনদেন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসছে। উদ্ভাবন, গতিশীল এবং ব্যবহারকারীর সমস্যা সমাধানকে সামনে রেখে ‘জিজ পে ডটকম’ দেশে ব্যক্তিগত এবং ব্যবসায়িক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়।

উচ্চ প্রযুক্তিতে সজ্জিত ‘জিজ পে ডটকম’ রিয়েল-টাইম পেমেন্ট প্রসেসিং, উন্নত প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা, বিভিন্ন প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশন, এআই-চালিত বিশ্লেষণ, মাল্টি-কারেন্সি সাপোর্ট এবং সব ধরনের ব্যবসার জন্য সহজ অনবোর্ডিং-এর মতো বিস্তৃত সেবা দেবে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, কোনো ছোট অনলাইন স্টোর কিংবা বৃহৎ প্রতিষ্ঠানের সব ধরনের পেমেন্ট প্রয়োজনে ‘জিজ পে ডটকম’ হতে যাচ্ছে আপনার নির্ভরযোগ্য সঙ্গী।

প্ল্যাটফর্মটি আরও জানায়, এটি সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করবে, যা গ্রাহক ও ব্যবসা উভয়ের জন্য অতুলনীয় নিরাপত্তা প্রদান করবে। এর ভবিষ্যতমুখী ড্যাশবোর্ড ব্যবহারকারীদের রিয়েল-টাইমে লেনদেন পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা এবং অপ্টিমাইজ করার সুযোগ দেবে — যা বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় অগ্রগতি।

আসন্ন উদ্বোধন নিয়ে কথা বলতে গিয়ে ‘জিজ পে ডটকম’-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আলিম চৌধুরী বলেন, আমরা আশা করছি জুন থেকে অফিসিয়ালি শুরু করতে পারবো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে — সর্বোত্তম পারফরম্যান্স এবং উন্নত প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

এই জুনে অফিসিয়াল রোলআউট প্রত্যাশিত হওয়ায় প্রযুক্তিপ্রেমী, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ‘জিজ পে ডটকম’-এর বাজারে প্রবেশকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে ত্বরান্বিত করার একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যেহেতু ডিজিটাল অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে, ‘জিজ পে ডটকম’-এ র আগমন একটি মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে — যা দক্ষতা, বিশ্বাস এবং প্রযুক্তিগত অগ্রগতির নতুন মানদণ্ড স্থাপন করবে।

ইত্তেফাক/এসকে