বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

মাস্কাটে ইরান-যুক্তরাষ্ট্র প্রাথমিক আলোচনা, আগামী সপ্তাহে ফের বৈঠক

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২০:৪৭

দীর্ঘদিন পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওমানের রাজধানী মাস্কাটে প্রাথমিক আলোচনা হয়েছে দুই দেশের। এরপর তারা আগামী সপ্তাহে আরও এক দফা আলোচনায় বসতে সম্মত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে এবং পক্ষগুলো আগামী সপ্তাহে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

আলোচনা শুরুর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইরান ওয়াশিংটনের সাথে একটি 'ন্যায্য চুক্তি' চাইছে। রাষ্ট্রীয় টেলিভিশনে আব্বাস আরাঘচি বলেন, আমাদের উদ্দেশ্য হলো সমান ভিত্তিতে একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তিতে পৌঁছানো।

তিনি বলেন, 'যদি অন্য পক্ষ' একই অবস্থান গ্রহণ করে, তাহলে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনাটি হয়।

ইত্তেফাক/এসকে