শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

‘গ্লোবাল এডুকেশন রোডম্যাপ ২০২৫’ শিক্ষা মেলা অনুষ্ঠিত

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৯

দেশের বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল এডুকেশন রোডম্যাপ ২০২৫’। রাজধানীর পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজন করা হয় এই শিক্ষা মেলার। আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এ মেলার আয়োজন করে বাংলায় আইইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার-বিআইআইসি।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইআইসি এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস বাইবা ক্রিয়েভানে। 

মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন। আগত শিক্ষার্থীরা তাদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিক মূল্যায়ন ও পরামর্শ গ্রহণের সুযোগ পান। 

আয়োজনটি নিয়ে বিআইআইসি এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন বলেন, ‘আমাদের এই এক্সপোর মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশের শিক্ষার্থীদের সঠিক ও বাস্তবভিত্তিক উচ্চশিক্ষার তথ্য প্রদান করা, যাতে তারা ভুয়া এজেন্ট, বিভ্রান্তিকর পরামর্শ এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ গড়বে—এটাই আমাদের বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষা পরামর্শদান এখন আর শুধুমাত্র ভিসা প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আজ একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্ল্যাটফর্ম—যেখানে একজন শিক্ষার্থী জানতে পারে কোন কোর্স তার জন্য উপযুক্ত, কোন দেশ তার স্বপ্ন পূরণের জন্য বাস্তবসম্মত, এবং কীভাবে সে একাডেমিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে।’

ইত্তেফাক/এএইচপি