বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

মহাখালী টার্মিনালে উত্তেজনা, কাউন্টার নিয়ে দ্বন্দ্বে সড়ক অবরোধ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:০৭

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠনের দুটি গ্রুপ। প্রায় আড়াই ঘন্টার পর পুলিশের মধ্যস্ততায় সড়ক স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাখালী-বনানীতে আন্তঃজেলা বাস কাউন্টারের চাঁদাবাজি ও দখলকে কেন্দ্র করেই এমন বিক্ষোভ করেছে দুটি পক্ষ। 

রোববার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে দুই পক্ষের মালিক ও শ্রমিকরা। পরে রাত সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরে যায় আন্দোলনকারী পরিবহন শ্রমীকরা। 

এতে করে মহাখালী এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালীসহ আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা। মহাখালীর যানজট ছড়িয়ে পড়েছে সাতরাস্তা, বনানী ও গুলশান এলাকায়। 

রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ শামিমুর রহমান বলেন, বনানীতে সড়কের পাশে ‘বিলাস পরিবহনের’ কাউন্টার দখল করে ‘এনা পরিবহনের’ সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে। পরে বনানী ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে সড়ক স্বাভাবিক হয়েছে। 

রাত সাড়ে ১২টার দিকে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানান, মহাখালী বাস টার্মিনালে কাউন্টার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে। 

ইত্তেফাক/এমএএম