শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পহেলা বৈশাখ

পাহাড়ি গানের তালে কারাবন্দীদের ‘উরাধুরা নাচ’

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০:০৫

মাথায় লাল কাপড়, পরনে গেঞ্জি-লুঙ্গি। বর্ষবরণের অনুষ্ঠানে বাঙালির চিরাচরিত রূপেই হাজির হয় কারাবন্দিরা। তারপর অনুষ্ঠানের এক পর্যায়ে উত্তন পেগে মেঘে মেঘে (উড়ছে পাখি মেঘে মেঘে) পাহাড়ি গানটি বাজতেই উরাধুরা নাচ শুরু করেন কয়েকজন কয়েদি। বাকিরা হাত তালিতে মাতিয়ে তোলেন আশপাশ।

বর্ণনায় বিয়ে কিংবা গায়ে হলুদের অনুষ্ঠানের চিত্র মনে হলেও মূলত পহেলা বৈশাখ ও বিজু উৎসব ঘিরে রাঙ্গামাটি জেলা কারাগারে সৃষ্টি হয় এই পরিস্তিতি।

সোমবার (১৪ এপ্রিল) সকালে কারাগারের অভ্যন্তরে পাহাড়ি নৃত্যে নেচে গেয়ে বর্ষবরণ উৎসবের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। 

এ দিনটি ঘিরে শুধু নাচ-গানই নয়। সকালে পান্তা-ইলিশ এবং পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠা বিতরণ করা হয় কারাবন্দিদের মাঝে। দুপুরে পোলাও, মুরগীর মাংস, ডাল, সালাদ, পান, সুপারি, মিষ্টি পরিবেশন করা হয়।

এই উৎসবমুখর পরিবেশে উপস্থিত ছিলেন জেল সুপার মো. দিদারুল আলম, জেলার মো. সাইমুরসহ কারা কর্তৃপক্ষের ঊর্ব্ধতন কর্মকর্তারা।

রাতেও একই রকম খাবার পরিবেশন করা হবে জানিয়ে জেল সুপার মো. দিদারুল আলম বলেন, পরিবার থেকে দূরে থাকা বন্দিরা যেন বর্ষবরণের আনন্দ থেকে বঞ্চিত না হয় তাই কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই আয়োজন। যেহেতু বর্ষবরণ পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব। তাই রাঙ্গামাটি জেলা কারাগারে বন্দি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন পাহাড়ের ঐতিহ্যবাহী গানে নেচে গেয়ে এই উৎসব পালনে ব্যবস্থা করা হয়েছে।

ইত্তেফাক/এপি