বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০:০২

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. জুনায়েদ এবং মো. শাহিদ।তারা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে যায় ওই দুই শিশু। এর কিছুক্ষণ পর ওই বাড়ির মনির নামে এক যুবক পুকুরে গোসল করতে নামলে একজনকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে অন্য শিশুটিকেও উদ্ধার করে। এরপর তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, একইসঙ্গে দুই শিশুর মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় শিশু দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এপি