বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আরব আমিরাতে বহুতল ভবনে আগুন, নিহত ৫

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০:০৬

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ জন নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) এ অগ্নিকাণ্ডের পর এলাকার বাসিন্দারা শোক প্রকাশ করেছেন।

একজন ডেলিভারি বয় খালিজ টাইমসকে বলেন, বাসিন্দারা আগুন থেকে পালানোর চেষ্টা করছিল। একজন লোক পড়ে মারা যাচ্ছে - এটি দেখে তিনি সারা রাত ঘুমাতে পারেননি।

প্রতিবেদনে বলা হয়, আবাসিক ভবনটির ৪৪তম তলায় আগুন লাগে। এতে আরও ছয় জন গুরুতর আহত হন এবং একজন বাসিন্দা ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন। এই ঘটনায় আহতরা বর্তমানে আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

স্থানীয় লোকজনের মতে, গভীর রাতে আগুন নেভানোর পর লোকজনকে তাদের বাসায় ফিরে যেতে দেওয়া হয়।

শারজাহ সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই বিভিন্ন স্টেশন থেকে দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা বাসিন্দাদের সরিয়ে নেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

ইত্তেফাক/এসকে