বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

মাদারগঞ্জে নদী থেকে মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০০

জামালপুরের মাদারগঞ্জে ঝাড়কাটা নদী থেকে আব্দুল মুহিত হাসান সাইম (০৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া ফকিরবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সে পূর্ব নলছিয়া ফকিরবাড়ী এলাকার তুফায়েল ইসলাম দুলাল ফকিরের একমাত্র ছেলে ও স্থানীয় মাদ্রাসাতুল রিয়াজিল মাদিনা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টার দিকে সাইম দোকানে যাওয়ার কথা বলে বের হয়। দুপুরে সাইম বাড়ী না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। বাড়ীর পাশের ঝাড়কাটা নদীতে নিখোঁজ সাইমের মরদেহ দেখে তার পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে সাইমের মরদেহ উদ্ধার করে তার পরিবার।

সাইমের বোন জামাই মোশারফ হোসেন জানান, সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে দোকানে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় সাইম। নিখোঁজ হওয়ার পর দুপুর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। সন্ধ্যা ৬টার দিকে পাশের নদী থেকে সাইমের মরদেহ পাই।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ছেলেটি সকাল থেকে নিখোঁজ ছিলো। পাশের নদী থেকে ছেলেটির মরদেহ পেয়েছে তার পরিবার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম