শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

এসএসসিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে চট্টগ্রামের সেই ৭ শিক্ষার্থী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০০

শ্রুতিলেখক জটিলতার সমাধান হওয়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে চট্টগ্রামের হামজারবাগ এলাকার রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী সাত শিক্ষার্থী। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী সোমবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার এসএসসির দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিন এই সাত শিক্ষার্থী শর্ত মেনে শ্রুতিলেখক নিয়ে আসতে না পারায় তাদের অনুমোদন দেওয়া হয়নি। সেই সমস্যার সমাধান হয়েছে, তারা নতুন শ্রুতিলেখক নিয়ে এসেছে এবং অনুমোদন দেওয়া হয়েছে। শ্রুতিলেখক হিসেবে এখন যারা এসেছে, তারা সবাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

সাত শিক্ষার্থী হলেন—হাবিবুল হক রাতুল, মিনহাজ উদ্দিন, মারুফুর রহমান, রূপসা খানম, অপু দত্ত, লাকী আক্তার ও খায়রুল ইসলাম।

তাদের পরীক্ষার কেন্দ্র ওয়াসা মোড় এলাকার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়।

জানতে চাইলে হাবিবুল হক রাতুলের অভিভাবক এনামুল হক গণমাধ্যমকে বলেন, 'বোর্ড কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নতুন শ্রুতিলেখক নিয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাতুল।'

ইত্তেফাক/এমএএম