বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ইরানে ৮ পাকিস্তানিকে হত্যা, জবাব চায় ইসলামাবাদ 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৬

ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে শনিবার (১২ এপ্রিল) পাকিস্তানের আটজন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ইরানের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এদিকে এই ঘটনায় ইরানের কাছে জবাব চেয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মেহারিস্তান জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার আটজন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন। সেখানে তারা গাড়ি ডেন্টিং, পলিশ, রঙ এবং মেরামত করতেন।

রিপোর্টে বলা হয়েছে, রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানি নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানের নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। 

নিষিদ্ধ বেলুচিস্তান ন্যাশনাল আর্মির (বিএনএ) এক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।   

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও পাকিস্তান উভয় এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেছেন, সন্ত্রাসবাদ এই অঞ্চলজুড়ে একটি সর্বজনীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

অন্যদিকে তেহরানে নিযুক্ত পাকিস্তানি দূত মুদাসির টিপু এক বিবৃতিতে বলেছেন, দুই দেশ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। 

ইত্তেফাক/এসআর