শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

উত্তরায় বাসের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:১১

রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উত্তরার আবদুল্লাহপুরে খন্দকার ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে পলওয়েল মার্কেটের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

লিপি বেগম (৪৫) নামের ওই নিহত পোশাকশ্রমিকের বাড়ি ঝালকাঠির কোতোয়ালি থানা এলাকায়। তার বাবার নাম ছাত্তার হাওলাদার। স্বামীর নাম কামাল হোসেন। তিনি দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘লিপি বেগম নাইন স্টার অ্যাপারেল নামেন একটি তৈরি পোশাক কারখানার কর্মী। সকালে দক্ষিণখানের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই মিল্টন আরও জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/পিএস