মানিকগঞ্জের সিংগাইরে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশার ওপর সন্ত্রাসী হামলা ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মো. আসলামের বসতবাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। হামলায় মাসুম বাদশার বাঁ হাত ভেঙে গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধল্লা বাজারে মাসুম বাদশার ওপর হামলা চালানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার উত্তর পারিলে সাংবাদিক আসলামের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে।
সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিশ্বাস বলেন, মাসুম বাদশা নিজ এলাকা ধল্লা হাই স্কুল মাঠ থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে রওয়ানা হওয়ার মুহূর্তে দুর্বত্তরা তার ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এতে মাসুম বাদশার একটি হাত ভেঙ্গে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ছালাম গং তার ওপর এ হামলা চালায়।
এদিকে, সোমবার রাতে উপজেলার উত্তর পারিলে সাংবাদিক আসলামের বসতবাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায় ১৪-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত। এ সময় তারা আসলামকে না পেয়ে রাম দা, লোহার রড, লোহার শাবল দিয়ে বসতবাড়ির দোচালা, টিনের বেড়া ও চালে আঘাত করে।
থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে মাসুম বাদশাকে মারধর করা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তাকে আগে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। তার একটি হাত ভেঙ্গে গেছে। হাসপাতাল থেকে ফিরলে জানা যাবে কে কে এর সঙ্গে জড়িত। আসলামের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।