জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জনতা ব্যাংক শাখা দুই দিন ধরে তালাবদ্ধ রয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের তোপের মুখে ব্যাংকের ওই শাখায় প্রবেশ করতে পারেননি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে ব্যাংকের শাখা প্রতিষ্ঠার সময় শিক্ষার্থীদের জন্য একটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তী সময়ে তা দেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার জাবিপ্রবির জনতা ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী হাজ্জাজ বিন ইউসুফ, মৌমিতাসহ অন্যান্যরা জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য জনতা ব্যাংক একটি বাস দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। বাস দিবেনা, তাহলে প্রতিশ্রুতি দিলেন কেন? আমরা বাস চাই না, জনতা ব্যাংকের শাখাও চাই না। তারা চলে যাক, আমরা অন্য ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানাবো।
জনতা ব্যাংক জাবিপ্রবি শাখা ম্যানেজার শহিদুল্লাহ বলেন, ছাত্রদের বাধার মুখে বুধবারও আমরা ব্যাংকে প্রবেশ করতে পারিনি। সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জাবিপ্রবির উপ-উপাচার্য মোশাররফ হোসাইন বলেন, এর আগেও ছাত্রদের দাবির মুখে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের ডেকে বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এবারও ছাত্রদের আন্দোলন করতে নিষেধ করেছি। কিন্তু তারা কোনো কথা মানছে না। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বিষয়টি সামাধানের চেষ্টা করছি।