ব্যাংককে ৩০ তলার ভবন নির্মাণের দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানের চীনা নির্বাহীকে গ্রেপ্তার করেছে থাই কর্তৃপক্ষ। গত মাসে প্রতিবেশী মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের সময় ভবনটি ধসে পড়েছিল।
ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পের সময় ভবনটি ধসে পড়লে নির্মাণস্থলে ৪৭ জন নিহত হন এবং আরও ৪৭ জন নিখোঁজ হন।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন ধসের ঘটনায় আদালত চার ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরয়ানা জারি করেছে। এর মধ্যে একজন চায়না রেলওয়ে নং-১০ এর থাই সাবসিডিয়ারির পরিচালক ঝাং চুয়ানলিংকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরয়ানাভুক্ত অপর তিন জন থাইল্যান্ডের নাগরিক। এই তিন থাই নির্বাহীর খোঁজে তল্লাশি চলছে।
এদিকে, ভবন নির্মাণে নিম্নমানের ইস্পাতের সম্ভাব্য ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে অন্যান্য সংস্থাগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩,৭২৬ জনে দাঁড়িয়েছে এবং ৫,১০৫ জন আহত হয়েছে। সেই সঙ্গে ১২৯ জন নিখোঁজ রয়েছে।