খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ মে) কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। দ্রুত খুলনা মহানগর শাখায় নতুন কমিটি গঠন করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে নগরের কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মরধর করে প্রতিপক্ষ গ্রুপের নারী কর্মীরা। হামলাকারীরা মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে চুমকি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করেন আজিজা খানম। তিনি বলেন, দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কি হয়েছে, তা-ও আমি জানি না। শুনেছি, চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে।
এদিকে এ ঘটনার পর শনিবার কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগর মহিলা দলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা কর হয়। তবে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, মহিলা দল নেত্রীর ওপর হামলার অভিযোগের সত্যতা পেয়েই মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।