সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

যশোরে তরুণের ওপর বোমা হামলা ও কুপিয়ে জখম

আপডেট : ০৪ মে ২০২৫, ১৩:০১

যশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবককে বোমা হামলা এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ মে) স্থানীয় জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একদল দুর্বৃত্ত মোহাম্মদ আলীকে স্থানীয় জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক প্রথমে তার ওপর বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে মোহাম্মদ আলীর বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হামলাকারীরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/টিএইচ