হজ ফ্লাইটে হজযাত্রীর লাগেজে তামাক পাতা ও গুল বহনের অভিযোগে একটি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যাখ্যা তলব করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এই ঘটনায় সৌদি কাস্টমস বিভাগ এবং বাংলাদেশি হজ টিমকে জবাবদিহি করতে হওয়ায় আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়।
ঘটনাটি ঘটে গত ৮ মে, সাউদিয়া এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে। অভিযোগ অনুযায়ী, লিড এজেন্সি উল্লাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের (হজ লাইসেন্স নং-১২৭৭) সমন্বয়কারী হিসেবে কাজ করা ডুলা ফকির এয়ার সার্ভিসের (হজ লাইসেন্স নং-২৯৪) মাধ্যমে পাঠানো একাধিক হজযাত্রীর ১৩টি লাগেজে তামাক পাতা ও গুল পাওয়া যায়। এসব মালামাল জেদ্দা বিমানবন্দরে সৌদি কাস্টমস কর্তৃপক্ষ আটক করে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়।
এর জেরে ধর্ম মন্ত্রণালয় শনিবার (১০ মে) ডুলা ফকির এয়ার সার্ভিসের কাছে একটি ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। এতে উল্লেখ করা হয়, সৌদি সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী, হজ ফ্লাইটে অননুমোদিত কোনো দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এজেন্সির মাধ্যমে পাঠানো লাগেজে নিষিদ্ধ পণ্য বহনের ঘটনা আন্তর্জাতিক রীতি ও দেশের সুনামের পরিপন্থী।
চিঠিতে আরও বলা হয়, এই অবহেলার কারণে সৌদি কাস্টমস হজযাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে এবং দায়িত্বে থাকা বাংলাদেশি কর্মকর্তাদেরও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এতে দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
ধর্ম মন্ত্রণালয় চিঠিতে স্পষ্টভাবে জানায়, কেন এই ঘটনার জন্য ডুলা ফকির এয়ার সার্ভিসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সেই ব্যাখ্যা সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জমা দিতে হবে।