সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৫, ১৬:৩২

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোলাম মোর্তুজাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর।

পুলিশ জানায়, গোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। 

ইত্তেফাক/এমএস