শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখপ্রকাশ

আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:০২

নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এটি তাদের টিমের অনিচ্ছাকৃত একটি ভুল ছিল।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর ব্যক্তিগত সফর সংক্রান্ত একটি খবর পোস্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

বিডা আরও জানায়, সংস্থার অফিশিয়াল পেজ শুধুমাত্র দাপ্তরিক কার্যক্রম সংশ্লিষ্ট তথ্য প্রচারের জন্য নির্ধারিত। সংশ্লিষ্ট পোস্টটি টিমের অনিচ্ছাকৃত ত্রুটির কারণে প্রকাশিত হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে আরও সতর্ক থেকে কেবল প্রাসঙ্গিক তথ্যই প্রকাশ করা হবে।

ইত্তেফাক/এনএন