সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ ‘সন্ত্রাসী’ নিহত

আপডেট : ১৩ মে ২০২৫, ১৭:০২

সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নির্মূল করতে জম্মু-কাশ্মিরে ‘অপারেশন কিলার’ পরিচালনা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অঞ্চলটির শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ বন্দুক লড়াইয়ে ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, প্রথমে কুলগাম জেলায় দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়েছিল, তারপর সেখানে থেকে সরতে সরতে শোপিয়ানের একটি বন এলাকায় চলে যায়। ওই বনে আরেক ‘সন্ত্রাসী’ লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর দল ‘সন্ত্রাসীদের’ ঘেরাও করে ফেলে। তারপর থেকে দুই ঘণ্টারও বেশি সময়ে ধরে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই চলে।

ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছে, ‘গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলার শুকাল কেল্লের এলাকায় অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। অভিযানে সেনা সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। অভিযানে অন্তত ৩ জন নিহত হয়েছেন।’

যে সময় এই ঘটনাটি ঘটেছে তা তাৎপর্যপূর্ণ। কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নিহত হওয়ার পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের আক্রমণের পর চার দিন ধরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হয়।

অস্ত্রবিরতি শুরু হওয়ার পর গুলির শব্দ যখন যখন প্রায় থেমে এসেছে তখনই কাশ্মীর উপত্যাকায় ফের গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটল।

ইত্তেফাক/এমএএস