জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রদল ও যুবদলের অন্তত ছয় কর্মী আহত হয়েছেন।
তারা হলেন— ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), যুবদল নেতা আলমগীর হোসেন (৪০), সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী (৪০) ও ছাত্রদল কর্মী জুয়েল রানা (২২)। আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদের পিটিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আহতরা চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ জানান, গত ৫ আগস্টের পর এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে দলটির নেতাকর্মী ও সমর্থকরা চরম বেকায়দায় পড়ে। এমতাবস্থায় তারা নিজেদের বাঁচাতে ইউনিয়ন বিএনপির একাংশের সঙ্গে গোপনে আঁতাত করে। এরপর ওই একাংশ নিজেদের দলীয় কোন্দলে ও আধিপত্য বিস্তারে তাদের ব্যবহার করছে।
ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান বলেন, আমি যতটুকু শুনেছি, এটি কোনো রাজনৈতিক বিষয় না। এটি তাদের পারিবারিক ও সামাজিক বিষয়। বেশ কিছুদিন ধরে তারা মাটি বাণিজ্যকে কেন্দ্র করে বিরোধ করে আসছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব দলীয় কিনা। আর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি দল, এ দলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদ হাসান জানিয়েছেন , এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।