সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্য ড. তৌফিক আলমের যোগদান

আপডেট : ১৫ মে ২০২৫, ২০:৪৭

নবনিযুক্ত উপাচার্য (অন্তর্বর্তীকালীন) ড. মো. তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তিনি যোগদান করেন বলে নিশ্চিত করেছেন ববির জনসংযোগ বিভাগের উপপরিচালক ফয়সাল মাহমুদ রুমি।

তিনি বলেন, উপাচার্য দুপুরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে বিকালে দাপ্তরিকভাবে যোগদান করেছেন।

যোগদানের পরপরই শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য। ড. তৌফিক আলম বলেন, বিশেষ পরিস্থিতিতে আমাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে সরকার। আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব, এই বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে। মান-মর্যাদা এবং র‍্যাংকিংয়ে যেন আরো এগিয়ে যায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সৌহাদ্যপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে— সে ব্যাপারেও সচেষ্ট থাকব।

উপাচার্য বলেন, আমি যেহেতু বরিশালের বাইরে থেকে এসেছি— প্রথমেই আমার জানা দরকার, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সর্ম্পকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, বিভাগভিত্তিক সকলকে নিয়ে বসব। বসলে সমস্যাগুলো চিহ্নিত হবে। সমস্যা চিহ্নিত হলে– সমাধান হবে। 

শিক্ষার্থীদের বিরুদ্ধে পূর্ববর্তী উপাচার্যের দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে বলেন, মামলা-জিডি কিভাবে হয়েছে আমি জানি না। এ ব্যাপারে খুব দ্রুত যেন সমাধানে আসা যায়— সে ব্যাপারে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করব।

এর আগে শিক্ষার্থীদের ২৯ দিনের টানা আন্দোলনে মঙ্গলবার (১৩ মে) রাতে উপাচার্য ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। ড. শুচিতা শরমিনকে তার পূর্ববর্তী পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহাল করা হয়েছে। একই প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে ববির উপাচার্য পদের দায়িত্ব দেয়া হয়।

ইত্তেফাক/টিএস