বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া নিহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে তৃতীয় দফায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে তিনটার পর তারা বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেন।
বুধবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’ নামের কুয়াকাটা থেকে বরিশালে আসা বেপরোয়া গতির একটি বাসের চাপায় পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন।
এ ঘটনায় ওই দিন রাত সোয়া ৯টা থেকে দেড়টা পর্যন্ত ৫ ঘণ্টা ও গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় জড়িত ব্যক্তিদের বিচারসহ ১০ দফা দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন বলেন, শুক্রবার বাসের মালিকপক্ষ, স্থানীয় বাসমালিক সমিতির নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বসার কথা ছিল। কিন্তু বাসের মালিকপক্ষ ক্যাম্পাসে না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আবার মহাসড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে মাইশার জানাজা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা শেষে মাইশার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের চাওয়া অনুযায়ী লাশের ময়নাতদন্ত হয়নি।