মোহামেডানের কোচ আলফাজ আহমেদ এই দলের জার্সি গায়ে লিগের ট্রফি পেয়েছিলেন। ১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৯৯ সালে মোহামেডানের অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০০৫ সালে জাতীয় লিগেও চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহামেডানের জার্সি গায়ে। আবাহনীর জার্সি গায়ে খেলেছেন। পরে ২০১৩ সালে মোহামেডানের জার্সি গায়ে পেশাদার ফুটবল খেলে অবসর গ্রহণ করেন আলফাজ। এরপরই কোচিং পেশায় জড়ান। বিভিন্ন ক্লাবের কোচ হয়ে কাজ করেছেন তিনি।
২০২০ সালে মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেনের সঙ্গে কাজ করেন। শন চলে গেলে দায়িত্ব পান শফিকুল ইসলাম মানিক। তার সঙ্গেও সহকারী হিসেবে কাজ করেন আলফাজ। মোহামেডানে কোচ শফিকুল ইসলাম মানিকের সহকারি কোচ হয়ে কাজ শুরু করলেও মাঝ পথে মানিককে সরিয়ে আলফাজকে পুরো দায়িত্ব দেওয়া হয়। আলফাজ মোহামেডানকে ভালো অবস্থানে নিয়ে গেছেন। ১৪ বছর পর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় মোহামেডান। ২০২২-২৩ মৌসুমে ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়।
২০২৩-২৪ মৌসুমে লিগে রানার্সআপ হয়েছেন। চ্যালেঞ্জ কাপে রানার্সআপ হয়, আর এবার মোহামেডানকে লিগ চ্যাম্পিয়ন করালেন আলফাজ। গতকাল মোহামেডান টেন্টে নিজের রুমে বসে ল্যাপটপে আবাহনী-ফর্টিসের খেলা দেখলেন। চোখে মুখে এত টেনশন কোনো ফুটবল ম্যাচের দিনও দেখা যায়নি। কত অপেক্ষার পর স্বপ্ন পূরণ হয়েছে মোহামেডানের, তারই হাত ধরে।
২০০৭ সালে পেদশাদার ফুটবল শুরু হওয়ার পর কত ভালো ভালো কোচ মোহামেডানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু লিগের ট্রফি দিতে পারেননি। ভালো ভালো কোচ যেমন ছিলেন, তেমনি ভালো ভালো ফুটবলারও ছিলেন। বড় বাজেটের দল গড়ে তারকা খ্যাতি পাওয়া খেলোয়াড়দের নিয়েও মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারেনি। অথচ কোচ হয়ে আলফাজ এমন সব ফুটবলারদের নিয়ে লিগের ট্রফি জয় করলেন, নামের তালিকায় চোখ রাখলে চেনা কঠিন হয়ে যায়। অখ্যাত সব ফুটবলারদের নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আলফাজ।