শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

ভিলা পার্কে অশ্রুশিক্ত মার্টিনেজ 

আপডেট : ১৮ মে ২০২৫, ১৬:৫৪

শুক্রবার রাতে ভিলা পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামে অ্যাস্টন ভিলা। যা চলতি মৌসুমে দলটির ঘরের মাঠে শেষ খেলা ছিল। ম্যাচে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক ভিলা। 

জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নিজে অশ্রুশিক্ত হওয়ার পাশাপাশি ভক্ত-সমর্থকদের ভাসিয়েছেন আবেগের বন্যায়। কেননা চলতি মৌসুম শেষে ভিলার সঙ্গে পাঁচ বছরের পথচলার ইতি টানবেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। 

তাতে মার্টিনেজেদের ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, প্রিয় তারকার পরবর্তী গন্তব্য কোথায়? গুঞ্জন ছিল, ইউরোপ ছেড়ে এই আর্জেন্টাইন পাড়ি দিবেন মরুর রাজ্য সৌদি আরবে। 

তবে আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন এডুলের মতে, সৌদি আরব ছাড়াও ইউরোপের বড় দুটি ক্লাব থেকে প্রস্তাব এসেছে মার্টিনেজের কাছে। যদিও ক্লাবগুলোর নাম উল্লেখ করেননি তিনি। এছাড়াও গুঞ্জন আছে, চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য ইউরোপের বড় কোনো ক্লাবে যোগ দিবেন এই আর্জেন্টাইন। 

ইত্তেফাক/জেডএইচ