সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

থানা ভাঙচুর-লুটের মামলায় ১৫ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ মে ২০২৫, ১৮:০২

ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫ আগস্ট থানা ভাংচুর-লুট সহ বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। 

এরমধ্যে ১১ জন সদরপুর থানা ভাঙচুর-লুট, ২ জন ইজিবাইক বাইক চুরির মামলায় ও ওয়ারেন্ট ভুক্ত আসামি ২ জন সহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১৭ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। 

থানা লুট ও ভাংচুর মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন শাহজাহান শেখ (৫৭) মো: সায়েম শেখ (৪৫), রনি শেখ (২০), শামীম শেখ (২১) আয়ুব ফকির (৫৩) বছর কামাল বেপারী (২৪) মুন্না ফকির (২০) বায়েজিদ ফকির (২৫) হাফিজুল শেখ (২২) বাবলু ফকির (৫৫) শুকুর বেপারী (৭০) তারা সকলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা সদরপুর থানায় হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ-ঘটনায় সদরপুর থানার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত এস আই কাজী রিপন হোসেন বাদী হয়ে গত ৫/০৮/২৪ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-১৬৮

সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট কিছু দুষ্কৃতিকারীরা থানায় হামলা ভাংচুর ও বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা হয়। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে গতকাল রাতে কৃষ্ণপুর ইউনিয়নে থেকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন থানা ভাংচুর ও পুলিশের অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে৷

ইত্তেফাক/এএইচপি