বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নাগরিকদের গ্রেপ্তারের পর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

আপডেট : ১৯ মে ২০২৫, ১৬:৫২

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের বেশ কয়েকজন নাগরিককে গ্রেপ্তারের পর তেহরানে নিযুক্ত একজন ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। সোমবার (১৯ মে) বার্তা সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে বেশ কয়েকজন ইরানি নাগরিকের অন্যায্য গ্রেপ্তারের পর রোববার তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। গ্রেপ্তারগুলোকে তেহরান 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' বলে বর্ণনা করেছে।

এর আগে, গত শনিবার তিন ইরানি ব্যক্তিকে লন্ডনের একটি আদালতে হাজির করা হয় তেহরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে। তাদের ৩ মে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, মোস্তফা সেপাহভান্দ (৩৯), ফরহাদ জাভেদি মানেশ (৪৪) এবং শাপুর কালেহালি খানী নূরী (৫৫)। তারা সবাই লন্ডনে বসবাস করেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা অনিয়মিত অভিবাসী। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ছোট নৌকা বা যানবাহনে লুকিয়ে এসেছিল।

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, কথিত গুপ্তচরবৃত্তি ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংঘটিত হয়েছিল। এর আগে, ৩ মে পৃথক তদন্তে আরও পাঁচ জন ইরানিকে গ্রেপ্তার করা হয়েছিল।

ইত্তেফাক/এসকে